| সোমবার, ২১ অক্টোবর ২০১৯ | পড়া হয়েছে 328 বার
ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজের কাছে বোমা সন্দেহে ঘিরে রাখা লাল রঙের লাগেজ থেকে এক যুবকের হাত-পা বিহীন দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।
জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানিয়েছেন, নগরীর পাটগুদাম ব্রিজের কাছে রোববার সকাল থেকে সারাদিন লাল রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা কর্মরত ট্রাফিক পুলিশের এক সদস্যকে জানায়। বিষয়টি নিয়ে সন্দেহ হলে পরে সন্ধ্যায় থানায় জানান তিনি।
খবর পেয়ে রোববার রাত থেকে লাগেজটিকে ঘিরে রাখে পুলিশ ও র্যাব। সেই সঙ্গে আশপাশের মানুষজনকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি এবং র্যাবের সিইও লে. কর্নিল ইফতেখার উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকতারা।
সোমবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে লাগেজ পরীক্ষা করে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সুপার জানান, এটি ঠাণ্ডা মাথার খুন বলে মনে করা হচ্ছে। হত্যাকারীকে ধরার জন্য কাজ করছে পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।