| বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯ | পড়া হয়েছে 311 বার
ফাইল ছবি
রাজশাহীর পদ্মা নদীতে ইলিশ শিকারকালে বিজিবি’র হাতে আটক ভারতীয় জেলেকে বিএসএফ সদস্যরা ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলা সীমান্ত সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য নিহত ও আরেক সদস্য আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে তাৎক্ষনিকভাবে কিছু জানায়নি বিজিবি। রাতে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।
স্থানীয় একটি সূত্র জানায়, সীমান্ত সংলগ্ন পদ্মানদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার করছিলেন তিন ভারতীয় জেলে। বিজিবি সদস্যরা এদের মধ্যে একজনকে আটক করেন। বাকি দু’জন পালিয়ে যান।