| শনিবার, ২৬ অক্টোবর ২০১৯ | পড়া হয়েছে 345 বার
নিয়মিত বিক্ষোভের অংশ হিসেবে গতকাল শুক্রবারও ইসরাইলি আধিপত্যের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দারা। গতকালের বিক্ষোভে ইসরাইলি হামলায় অন্তত ৭৭ জন আহত হয়েছে। আনাদোলু বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদের মধ্যে ৩১ জন আহত হয়েছে তাজা গুলিতে। বাকিরা ছররা গুলি ও টিয়ারগ্যাসে আহত হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কেদরা বলেন, ‘আহতদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। আহতদের গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
গত বছর থেকে গাজাবাসীদের নিজ ভূখণ্ডে ফেরার দাবিতে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ শুরু হওয়ার পর থেকে প্রতি শুক্রবার বিক্ষোভ করছে ফিলিস্তিনিরা। এই বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিতে এখন পর্যন্ত ৩২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে কয়েক হাজার।
১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার সেখান থেকে উচ্ছেদ করা হয় ফিলিস্তিনিদেরকে। সেই ভূমিতে ফেরার অধিকার দাবি করে আসছে ফিলিস্তিনিরা।